Swapney Amar Money

স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায়
স্বপ্নে আমার মনে হল
আমি জাগি নাই, জাগি নাই গো
তুমি মিলালে অন্ধকারে, হায়
স্বপ্নে আমার মনে হল

অচেতন মন-মাঝে তখন রিমিঝিমি ধ্বনি বাজে, বাজে
অচেতন মন-মাঝে তখন রিমিঝিমি ধ্বনি বাজে, বাজে
রিমিঝিমি রিমিঝিমি
কাঁপিল বনের হাওয়া ঝিল্লির ঝঙ্কারে
আমি জাগি নাই জাগি নাই গো
নদী বহিল বনের পারে

স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায়
স্বপ্নে আমার মনে হল

পথিক এল দুই প্রহরে পথের আহ্বান আনি ঘরে
পথিক এল দুই প্রহরে পথের আহ্বান আনি ঘরে
শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না
শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না, জানি না
জাগি নাই, জাগি নাই গো
ঘিরে ছিল বনগন্ধ ঘুমের চারি ধারে

স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায়
স্বপ্নে আমার মনে হল



Credits
Writer(s): Debabrata Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link