Badol Dhara Holo

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর
গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে
গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে
যাবি অনেক দূর
বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর

ছাড়ল খেয়া ও পার হতে ভাদ্রদিনের ভরা স্রোতে রে
দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর
দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর
গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে
গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে
যাবি অনেক দূর

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর

কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি
মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি
কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি
মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি

অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি শিশির-ছাওয়া রে
অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি শিশির-ছাওয়া রে
আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর
আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর
গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে
গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে
যাবি অনেক দূর

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর
বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link