Dhoronir Gaganer Miloner

ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে
ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে

উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে
শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে
শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে

ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে

দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে
নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে তরঙ্গে
দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে
নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে তরঙ্গে
কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া
কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া
বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে মন্দ্রে
বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে মন্দ্রে

বাদলবাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে
ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে
ধরণীর গগনের মিলনের ছন্দে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link