Oiki Ele Akash

ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
ওই কি এলে আকাশপারে

মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও
মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো
মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো
আমায় নাচিয়ে দিয়ো দিয়ো

ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link