Amar Gaan O Tar Poridhi

আইজ এই পর্যন্তই রইল, কেমন?
তা আপনের কাছে আমার দুইটা অনুরোধ আছে
একটা হইলো, এই যে বাংলাদেশে
স্বাধীন বাংলাদেশে, আমার জন্মভূমিতে
এমন অনেক লোক আছুইন
যারা নাকি আমার রবীন্দ্র সংগীত ভীষণ ভালোবাসেন

তারা যদি গান শুনতে চায়
তা আপনি তাদের একটু শুনাইয়েন দয়া কইরা
আর যদি যারা নাকি গান শিখতো চায়
দয়া কইরা কার্পণ্য কইরুন না যে
আপনে খোলা মনে দিয়া দেই

We pried our position
একটু আমার জন্য ছাইড়া দাও ভাই, বুজ্জুন?
এই কথাটা আপনে দয়া কইরা আমার রাহুইন যে
আর আমার কিছু কওনের নাই

আপনারা আনন্দ পাইবাইন আমার গান শুইনা
আমি মইরা গেলেও আপনারা সুখ পাইবাইন
আমি দোযখ বা বেহেশতে যেইখানে থাকি
আমি দেইখ্যা আমি সুখ পাইয়াম
তা আইজ এই পর্যন্তই থাকুক, খোদা হাফেজ!



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link