Bishwa Beena Robey

বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে হে
বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে হে
স্থলে-জলে নভতলে বনে উপবনে
নদী-নদে গিরিগুহা পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা
নিত্য নৃত্যরসভঙ্গিমা

নব বসন্তে নব আনন্দ, উৎসব নব
অতি মঞ্জুল, অতি মঞ্জুল
শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে
শুনি রে
অতি মঞ্জুল, অতি মঞ্জুল
শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে
শুনি রে
শুনি মর্মর পল্লবপুঞ্জে

পিককূজন পুষ্পবনে বিজনে
মৃদু বায়ুহিলোলবিলোল বিভোল
বিশাল সরোবর মাঝে
কলগীত সুললিত বাজে

শ্যামল কান্তার 'পরে অনিল সঞ্চারে ধীরে রে
নদীতীরে শরবনে উঠে ধ্বনি সরসর মরমর
কত দিকে কত বাণী, নব নব কত ভাষা
ঝরঝর রসধারা

বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে হে
স্থলে-জলে নভতলে বনে উপবনে
নদী-নদে গিরিগুহা পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা
নিত্য নৃত্যরসভঙ্গিমা

আষাঢ়ে নব আনন্দ, উৎসব নব
অতি গম্ভীর, অতি গম্ভীর
নীল অম্বরে ডম্বরু বাজে
অতি গম্ভীর, অতি গম্ভীর
নীল অম্বরে ডম্বরু বাজে
যেন রে প্রলয়ঙ্করী শঙ্করী নাচে
করে গর্জন নির্ঝরিণী সঘনে
হেরো ক্ষুব্ধ ভয়াল বিশাল নিরাল পিয়ালতমালবিতানে
উঠে রব ভৈরবতানে

পবন মল্লারগীত গাহিছে আঁধার রাতে
উন্মাদিনী সৌদামিনী রঙ্গভরে
নৃত্য করে অম্বরতলে
দিকে দিকে কত বাণী, নব নব কত ভাষা
ঝরঝর রসধারা

বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে হে
বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে হে, হে, হে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link