Elem Nuton Deshey

ভাই শিবাজী বাবু
আজকে ১৯৭৪ সনের এপ্রিল মাসের ১৭ই তারিখ
আবার আজকে আপনার গান করে দিই
কালকে কিছু করেছিলাম

এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে
তলায় গেল ভগ্ন তরী
কূলে এলেম ভেসে
এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে
তলায় গেল ভগ্ন তরী
কূলে এলেম ভেসে
এলেম নতুন দেশে

অচিন মনের ভাষা শোনাবে
অপূর্ব কোন আশা বোনাবে
অচিন মনের ভাষা শোনাবে
অপূর্ব কোন আশা বোনাবে
রঙিন সুতোয় দুঃখসুখের জাল
বাজবে প্রাণে নতুন গানের তাল
নতুন বেদনায় ফিরব কেঁদে-হেসে

এলেম নতুন দেশে

অচিন মনের ভাষা শোনাবে
অপূর্ব কোন আশা বোনাবে
অচিন মনের ভাষা শোনাবে
অপূর্ব কোন আশা বোনাবে
রঙিন সুতোয় দুঃখসুখের জাল
বাজবে প্রাণে নতুন গানের তাল
নতুন বেদনায় ফিরব কেঁদে-হেসে

এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে

নাম না জানা প্রিয়া
নাম না জানা ফুলের মালা নিয়া
হিয়ায় দেবে হিয়া
নাম না জানা প্রিয়া
নাম না জানা ফুলের মালা নিয়া
হিয়ায় দেবে হিয়া

যৌবনেরি নবোচ্ছ্বাসে ফাগুন মাসে
বাজবে নূপুর ঘাসে ঘাসে
মাতবে দখিনবায়
যৌবনেরি নবোচ্ছ্বাসে ফাগুন মাসে
বাজবে নূপুর ঘাসে ঘাসে
মাতবে দখিনবায়
মঞ্জরিত লবঙ্গলতায়
চঞ্চলিত এলো কেশে

এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে
তলায় গেল ভগ্ন তরী
কূলে এলেম ভেসে
এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link