Ore Ayre Tobey

ওরে আয় রে
ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে
ওরে আয় রে
ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে
ওরে আয় রে, ওরে আয় রে

পিছন-পানের বাঁধন হতে
চল ছুটে আজ বন্যাস্রোতে
পিছন-পানের বাঁধন হতে
চল ছুটে আজ বন্যাস্রোতে
আপনাকে আজ দখিন হাওয়ায়
ছড়িয়ে দে রে দিগন্তে
আজ নবীন প্রাণের বসন্তে

ওরে আয় রে
ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে
ওরে আয় রে, ওরে আয় রে

বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে
বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে

অকূল প্রাণের সাগর-তীরে
ভয় কী রে তোর ক্ষয় ক্ষতিরে
অকূল প্রাণের সাগর-তীরে
ভয় কী রে তোর ক্ষয় ক্ষতিরে
যা আছে রে সব নিয়ে তোর
ঝাঁপ দিয়ে পড় অনন্তে
আজ নবীন প্রাণের বসন্তে

ওরে আয় রে
ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে
ওরে আয় রে, ওরে আয় রে

আয় রে, ওরে আয় রে
আয় রে, ওরে আয় রে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link