Ek Hatey Or Kripan Achhe

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার

আসে নি ও ভিক্ষা নিতে
না না না
আসে নি ও ভিক্ষা নিতে
না না না
লড়াই করে নেবে জিতে
পরানটি তোমার
ও যে ভেঙেছে তোর দ্বার
লড়াই করে নেবে জিতে
পরানটি তোমার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার

মরণের পথ দিয়ে ওই
আসছে জীবন-মাঝে
ও যে আসছে বীরের সাজে
মরণের পথ দিয়ে ওই
আসছে জীবন-মাঝে
ও যে আসছে বীরের সাজে

আধেক নিয়ে ফিরবে না রে
না না না
আধেক নিয়ে ফিরবে না রে
না না না
যা আছে সব একেবারে
করবে অধিকার
ও যে ভেঙেছে তোর দ্বার
যা আছে সব একেবারে
করবে অধিকার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার

মরণের পথ দিয়ে ওই
আসছে জীবন-মাঝে
ও যে আসছে বীরের সাজে
মরণের পথ দিয়ে ওই
আসছে জীবন-মাঝে
ও যে আসছে বীরের সাজে

আধেক নিয়ে ফিরবে না রে
না না না
আধেক নিয়ে ফিরবে না রে
না না না
যা আছে সব একেবারে
করবে অধিকার
ও যে ভেঙেছে তোর দ্বার
যা আছে সব একেবারে
করবে অধিকার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link