Pother Shesh Kothay Ki

পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের-

এত কামনা, এত সাধনা কোথায় মেশে
কী আছে শেষে
পথের-

এত কামনা, এত সাধনা কোথায় মেশে
কী আছে শেষে
পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের-

ঢেউ ওঠে পড়ে কাঁদার
সম্মুখে ঘন আঁধার
ঢেউ ওঠে পড়ে কাঁদার
সম্মুখে ঘন আঁধার
পার আছে গো পার আছে
পার আছে কোন দেশে
কী আছে শেষে

পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের-

আজ ভাবি মনে মনে
মরীচিকা-অন্বেষণে হায়
আজ ভাবি মনে মনে
মরীচিকা-অন্বেষণে

বুঝি তৃষ্ণার শেষ নেই, নেই
মনে ভয় লাগে সেই
তৃষ্ণার শেষ নেই, নেই
মনে ভয় লাগে সেই
হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা
চলেছে নিরুদ্দেশে
কী আছে শেষে

পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের-

এত কামনা, এত সাধনা কোথায় মেশে
কী আছে শেষে
পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের শেষ কোথায়, শেষ কোথায়
কী আছে শেষে
পথের-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link