Hela Phela

হেলাফেলা সারা বেলা
একি খেলা আপন-সনে
হেলাফেলা সারা বেলা
একি খেলা আপন-সনে
হেলাফেলা সারা বেলা
এই বাতাসে ফুলের বাসে
এই বাতাসে ফুলের বাসে
মুখখানি কার পড়ে মনে

হেলাফেলা সারা বেলা
একি খেলা আপন-সনে
হেলাফেলা সারা বেলা

আঁখির কাছে বেড়ায় ভাসি
কে জানে গো কাহার হাসি
আঁখির কাছে বেড়ায় ভাসি
কে জানে গো কাহার হাসি
দুটি ফোঁটা নয়নসলিল
রেখে যায় এই নয়নকোণে
দুটি ফোঁটা নয়নসলিল
রেখে যায় এই নয়নকোণে

হেলাফেলা সারা বেলা
একি খেলা আপন-সনে
হেলাফেলা সারা বেলা

কোন ছায়াতে কোন উদাসী
দূরে বাজায় অলস বাঁশি
মনে হয় কার মনের বেদন
কেঁদে বেড়ায় বাঁশির গানে

সারা দিন গাঁথি গান
কারে চাহে, গাহে প্রাণ
সারা দিন গাঁথি গান
কারে চাহে, গাহে প্রাণ
তরুতলে ছায়ার মতন
বসে আছি ফুলবনে

হেলাফেলা সারা বেলা
একি খেলা আপন-সনে
হেলাফেলা সারা বেলা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link