Bokul Gandhey Bonya

বকুলগন্ধে, বকুলগন্ধে বন্যা এল
দখিন হাওয়ার স্রোতে
বকুলগন্ধে
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে
বকুলগন্ধে, বকুলগন্ধে
বকুলগন্ধে বন্যা এল
দখিন হাওয়ার স্রোতে
বকুলগন্ধে
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে
বকুলগন্ধে, বকুলগন্ধে

পলাশকলি দিকে দিকে
তোমার আখর দিল লিখে
পলাশকলি দিকে দিকে
তোমার আখর দিল লিখে
চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে

বকুলগন্ধে, বকুলগন্ধে

আকাশপারে পেতে আছে একলা
একলা আসনখানি
নিত্যকালের সেই বিরহীর জাগল
জাগল আশার বাণী
আকাশপারে পেতে আছে একলা
একলা আসনখানি
নিত্যকালের সেই বিরহীর জাগল
জাগল আশার বাণী

পাতায় পাতায় ঘাসে ঘাসে
নবীন প্রাণের পত্র আসে
পাতায় পাতায় ঘাসে ঘাসে
নবীন প্রাণের পত্র আসে
পলাশ-জবায় কনকচাঁপায় অশোকে অশ্বথে
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে

বকুলগন্ধে, বকুলগন্ধে
বকুলগন্ধে বন্যা এল
দখিন হাওয়ার স্রোতে
বকুলগন্ধে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link