Kar Banshi Nishi

কার বাঁশি নিশিভোরে বাজিল
কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে
ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা
কার বাঁশি নিশিভোরে বাজিল

শরতের আলোতে সুন্দর আসে
ধরণীর আঁখি যে শিশিরে ভাসে
শরতের আলোতে সুন্দর আসে
ধরণীর আঁখি যে শিশিরে ভাসে
হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা
মরি লো

কার বাঁশি নিশিভোরে বাজিল
কার বাঁশি নিশিভোরে বাজিল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link