Shuvro Asoney Birajo

এর পরে শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বইয়ে
গীতবিতান বই, যেটা তিনি বার করেছেন
তাতে লেখা আছে
"নিম্নলিখিত ১৯১ থেকে ২০০ সংখ্যক গান
কলিকাতায় আদি ব্রহ্মসমাজ মন্দিরে মাঘোৎসব উপলক্ষে গীত হয়"
এই গানগুলির মধ্যে একটি গান, ১৯৪ নম্বর যেটা
"প্রভু দয়াময়, কোথা হে দেখা দাও"
এই গানটি আমি অখন্ড সূচিপত্রেও পাইনি
আর কোনো বইয়েও পাচ্ছি না
ওইটা বাদ দিয়েই এ ক'টা গান আমি করছি

শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে
নীলাম্বরে ধরণী'পরে
কিবা মহিমা তব বিকাশিল
শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে
নীলাম্বরে ধরণী'পরে
কিবা মহিমা তব বিকাশিল
শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে

দীপ্ত সূর্য তব মুকুটোপরি
চরণে কোটি তারা মিলাইল
দীপ্ত সূর্য তব মুকুটোপরি
চরণে কোটি তারা মিলাইল
আলোকে প্রেমে আনন্দে
আলোকে প্রেমে আনন্দে
সকল জগত বিভাসিল

শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে
নীলাম্বরে ধরণী'পরে
কিবা মহিমা তব বিকাশিল
শুভ্র আসনে বিরাজ অরুণছটামাঝে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link