Tumi Sobtuku Amar Hobe

জানি স্বপ্ন আকাশ চুম্বী
মেঘ গর্জেছে বহুদুর ।
আমি সমুদ্র পাড়ি দিয়ে তোমাকে পেতে চাই
ছয়তারে বাঁধছি সুর তোমাকে শোনাবো তাই

চেয়ে দেখো দূর সীমানায় আকাশ পাড়ি জমায়
মেঘেদের কাছে মন বৃষ্টির আবদার জানায় ।

তুমি সূর্য নউ রোদে ভরা কেন আমার সকাল হবে?
তুমি জোৎস্না ভরা মৃগাঙ্ক নউ কেন আমার আলো মাখাবে?
তুমি বৃষ্টি ভেজা কবিতা নউ কেন আমার গানে জড়াবে?
তুমি সবটুকু আমার হবে তবে মনটা যে রাঙাবে ।

কালো চোখ দুটো যখন
স্বপ্নে আমার আসে তখন
আমিও খুঁজে পাই সেই হাসিমুখ ।

লিখছি এই গান কারণ
সরাসরি বলা বারণ
পেলেও পেতে পারি অজানা সেই সুখ ।

পূর্ণিমা চাঁদটাও আজ সূর্যের দেখা পায়
মনের ভেতরে মেঘ অঝরে বৃষ্টি নামায়।

তুমি সূর্য নউ রোদে ভরা কেন আমার সকাল হবে?
তুমি জোৎস্না ভরা মৃগাঙ্ক নউ কেন আমার আলো মাখাবে?
তুমি বৃষ্টি ভেজা কবিতা নউ কেন আমার গানে জড়াবে?
তুমি সবটুকু আমার হবে তবে মনটা যে রাঙাবে ।

হতাৎ তার মুখটা দেখে
চাহুনির স্পর্শ থেকে
ছুয়ে ছুয়ে নিচ্ছে কেড়ে আমার মনযোগ ।

মেঘেরাও সেই রুপ দেখে
থামছে না বৃষ্টি শেষে
যেন আজ হয়ে গেছে অজানা কোন রোগ।

রাত্রি পেরিয়ে তবু কথা এগোতে চায়
বৃষ্টির ফাকে মন তোমাকে খুজে যায়।

তুমি রাত্রি নউ আঁধার ঘেরা কেন চাঁদের আলো হবে?
তুমি মুখোরিত ঘন বর্ষা নউ কেন অঝরে বৃষ্টি হয়ে নামবে?
তুমি কোকিল ডাকা বসন্ত নউ আজ আমার অনুভবে
তুমি সবটুকু আমার হবে তবে মনটা যে রাঙাবে ।

জানি স্বপ্ন আকাশ চুম্বী
মেঘ গর্জেছে বহুদুর ।
আমি সমুদ্র পাড়ি দিয়ে তোমাকে পেতে চাই
ছয়তারে বাঁধছি সুর তোমাকে শোনাবো তাই

চেয়ে দেখো দূর সীমানায় আকাশ পাড়ি জমায়
মেঘেদের কাছে মন বৃষ্টির আবদার জানায় ।

তুমি সূর্য নউ রোদে ভরা কেন আমার সকাল হবে?
তুমি জোৎস্না ভরা মৃগাঙ্ক নউ কেন আমার আলো মাখাবে?
তুমি বৃষ্টি ভেজা কবিতা নউ কেন আমার গানে জড়াবে?
তুমি সবটুকু আমার হবে তবে মনটা যে রাঙাবে ।



Credits
Writer(s): Pallab Sen Piyas
Lyrics powered by www.musixmatch.com

Link