Barota Peyechi Mone Mone

বারতা পেয়েছি মনে মনে
গগনে গগনে তব নিশ্বাসপরশনে
এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে
বারতা পেয়েছি মনে মনে

কেন বঞ্চনা কর মোরে?
কেন বাঁধ অদৃশ্য ডোরে?
কেন বঞ্চনা কর মোরে?
কেন বাঁধ অদৃশ্য ডোরে?
দেখা দাও, দেখা দাও, দেখা দাও
দেহ মন ভরে মম নিকুঞ্জবনে

বারতা পেয়েছি মনে মনে

দেখা দাও চম্পকে রঙ্গনে
দেখা দাও কিংশুকে কাঞ্চনে
দেখা দাও চম্পকে রঙ্গনে
দেখা দাও কিংশুকে কাঞ্চনে

কেন শুধু বাঁশরির সুরে
ভুলায়ে লয়ে যাও দূরে?
কেন শুধু বাঁশরির সুরে
ভুলায়ে লয়ে যাও দূরে?
যৌবন উৎসবে ধরা দাও
ধরা দাও, ধরা দাও দৃষ্টির বন্ধনে
এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে

বারতা পেয়েছি মনে মনে
গগনে গগনে তব নিশ্বাসপরশনে
এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে
বারতা পেয়েছি মনে মনে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link