Tomar Belay

এখন আমার ভাবতে ভালো লাগে না
সংকেতে, সংলাপে মজে আর আলো লাগে না
চিলেকোঠার ঘরে গল্পগুলো রাত জাগে না
পুরনো ছবিতে আকাশকে ধুষর লাগে না

ভিড় হলে হোক অচেনা
দাঁড়াই এই মুখের মেলায়
শিরোনামে গল্প জানা
আমাকে হারাই হেলায়
ভিড় হলে হোক অচেনা
আদিম এই জাদুখেলায়
নির্জনে বন্ধু কেনা
নিয়ম ভাঙি তোমার বেলায়

এবার আবার নতুন গোলকধাঁধায়
হাত ছোঁয়ার আশঙ্কায় অজুহাত উড়ে বেড়ায়
এঁকেছি সীমানা, যাইনি তোমার ঠিকানায়
চিনে ফেলি যদি, চিনবে যে তুমি আমায়

ভিড় হলে হোক অচেনা
দাঁড়াই এই মুখের মেলায়
শিরোনামে গল্প জানা
আমাকে হারাই হেলায়
ভিড় হলে হোক অচেনা
আদিম এই জাদুখেলায়
নির্জনে বন্ধু কেনা
নিয়ম ভাঙি তোমার বেলায়



Credits
Writer(s): Utsav Guhathakurta
Lyrics powered by www.musixmatch.com

Link