Bodle Zawar Din Shuru

বদলে যাওয়ার দিন শুরু
চেহারাটা বদলায়, পোশাকটা বদলায়
খাওয়াটা বদলায়, মুখোশটা বদলায়
ধীরে ধীরে সবকিছু বদলায়

ভেতরটা বদলানো যায় কি?
বল না, বল না, বল, গুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু

মুখে তালা, বুকে জ্বালা
প্রেমে ভরা ফুর্তির মনটা
বিড়ালকে বাঁধবে কে ঘণ্টা
সত্যিটা বলতে বুক করে দুরু দুরু, দুরু-দুরু-দুরু

ভেতরটা বদলানো যায় কি?
বল না, বল না, বল, গুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু

রাতে আলো, দিনে কালো
বুক ফেটে মুখ চেপে বলি
যেন ভালো হয়ে সারাদিন চলি
ছেড়ে দিচ্ছে সবকিছু
চামড়াটা কোরো না-তো পুরু, গুরু

ভেতরটা বদলানো যায় কি?
বল না, বল না, বল, গুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু

বদলে যাওয়ার দিন শুরু
চেহারাটা বদলায়, পোশাকটা বদলায়
খাওয়াটা বদলায়, মুখোশটা বদলায়
ধীরে ধীরে সবকিছু বদলায়

বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু
বদলে যাওয়ার দিন শুরু
দিন বদলের দিন শুরু



Credits
Writer(s): Gaan Baksho
Lyrics powered by www.musixmatch.com

Link