Shokal Hoye

আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি
যেন রাত্রি মুছে হাতের পাতায় তুমি
আকাশ জুড়ে রোদ এনেছো আজই

দিন পোহানোর স্বস্তি থেকে একটু দূরের ঘর
স্পর্শনদীর মাঝখানে ঠিক চোরাবালির চর

আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি
আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
সকাল হয়ে সাজি

আমি চাইলে যেতে বলেছো "আজ থাক"
তুমি ফেরার পথে চুলের কাঁটার বাঁক
এই মন কুয়াশার সকাল-রঙা পথ
তুমি ফিরেছো দেখে গাছেরা নির্বাক

দিন পোহানোর স্বস্তি থেকে একটু দূরের ঘর
স্পর্শনদীর মাঝখানে ঠিক চোরাবালির চর
দিন পোহানোর স্বস্তি থেকে একটু দূরের ঘর
স্পর্শনদীর মাঝখানে ঠিক চোরাবালির চর
আলতো কথায় চাইলে ছুঁতে জীবন রাখি বাজি

আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি
আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি



Credits
Writer(s): Indraadip Dasgupta, Srijato Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link