Nirobo Rojoni Dekho Mogno

নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়

ঘুমঘোরময় গান বিভাবরী গায়
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো

নীরব রজনী দেখো মগ্ন জোছনায়

নিশার কুহকবলে নীরবতাসিন্ধুতলে
নিশার কুহকবলে নীরবতাসিন্ধুতলে
মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর
প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন
অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর

তটিনী কী শান্ত আছে, ঘুমাইয়া পড়িয়াছে
তটিনী কী শান্ত আছে, ঘুমাইয়া পড়িয়াছে
বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি
ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে
সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি
তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো

নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link