Please Roye Ja

চুপিসাড়ে মেঘলাকাশে
কে যে ছুঁয়ে যায় স্বপ্নের দেশে
সে যে ছুঁয়ে যায়
দূর সীমান্তে
জমে থাকা আবেগ ঘেঁষে

আমি দেখতে চাই
শুধু রামধনু
রঙ বেরঙের
তবু জাপটে ধরে অনুভূতি
মনের কোণে

প্লিজ রয়ে যা
তুই থেকে যা
আজ ভুল করে
প্লিজ রয়ে যা
তুই থেকে যা

এভাবে কত গল্প হারায়
গলির মোড়ে
আর ডাকো না তুমি
নদীর পাড়ে
কতো মিছে কথা
মনে পড়ে
তুমি যেও না ফেলে
অকারণে

আজ ডাকনামে জমে ধুলো
চিঠির খামে
তবু আকড়ে ধরি রাতের তারা
নিকোটিনে

তাই মনে জমছে ছাই
পুড়ে যাচ্ছে ঠোঁট গোপনেই
ক্ষত বাড়ছে আজ,থামছে না
আড়ালে

প্লিজ রয়ে যা
তুই থেকে যা
আজ ভুল করে
প্লিজ রয়ে যা
তুই থেকে যা
তুই থেকে যা

এই মনে



Credits
Writer(s): Sudip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link