Choto Bon

তুই যে আমার কানের দুল
তুইযে আমার নাকের ফুল
তুইযে আমার গানের পাখি
পাপিয়া বুলবুল

তুইযে আমার দখিনালয়
সবুজ দূর্বা বন
আমার বুকের মধ্যিখানে
থাকিস সারাক্ষণ।
তুইতো আমার চাঁদের কণা
মাথার এলোচুল

যতই থাকুক মনের মাঝে
জমাট বাঁধা দুখ
শোক বিরহ দূর হয়ে যায়
দেখলে তোরই মুখ

তুইযে প্রাণের সঞ্জিবনী
আমার ছোট বন
তোর বিহনে হয়যে ধূসর
আমার উতাল মন
তুইতো আমার হিরকসোনা
সখের হুলস্থুল



Credits
Writer(s): Abu Taher Belal
Lyrics powered by www.musixmatch.com

Link