Mon bole Ami

মন বলে, "আমি মনের কথা জানি না"
মন বলে, "আমি মনের কথা জানি না"
তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না
মন বলে, "আমি মনের কথা জানি না"
মন বলে, "আমি মনের কথা জানি না"

সাঁঝের তারা হাতছানি দেয়, ভোরের তারা টানে
সাগর ঢেউয়ে ভেসে যায় সে, কোন পাড়ে সে জানে
সাঁঝের তারা হাতছানি দেয়, ভোরের তারা টানে
সাগর ঢেউয়ে ভেসে যায় সে, কোন পাড়ে সে জানে

দেহ আমার চলতে না'রি, বইতে না'রি ভারে
হালকা হাওয়ায় পালকি চড়ে
হালকা হাওয়ায় পালকি চড়ে কোথাও সে যে থামে না

মন বলে, "আমি মনের কথা জানি না"
মন বলে, "আমি মনের কথা জানি না"

১৩ নদী, সাত সমুদ্দুর, সে যে রে ভাই তারই দোসর
ঝরা শাওন, ভরা ভাদর, সবই রে ভাই তারই গোচর
১৩ নদী, সাত সমুদ্দুর, সে যে রে ভাই তারই দোসর
ঝরা শাওন, ভরা ভাদর, সবই রে ভাই তারই গোচর

দেহ আমার ঘরের কোণে কাটায় নিশি সাঁঝ বিহানে
দিনের আলো, রাতের আঁধার
দিনের আলো, রাতের আঁধার, কিছুই সে যে মানে না

মন বলে, "আমি মনের কথা জানি না"
তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না
মন বলে, "আমি মনের কথা জানি না"
মন বলে, "আমি মনের কথা জানি না"
মন বলে, "আমি মনের কথা জানি না"



Credits
Writer(s): Tapan Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link