KE JAANE (feat. SHARANYA SARKAR, ADITYA SINHA & ARCHISMAN KUNDU)

চিনতে পারিনি আমি দোষটা আমার নয়
চিনতে পারিসনি তুইও আমার চোখের ভয়
দ্বিধা-দ্বন্দ্বের আপন খেলা, এঁকেছে লক্ষণরেখা
পা ফসকে এদিক ওদিক মিলবে নাকো দেখা

আকাশটা তোর, ঠিকানা তোর
যেখান থেকে আসে না চিঠির উত্তর
আমি আবার ভাবি বসে
তোর ঠোঁটে আমার সংলাপ বসবে কবে
কে জানে

কি করে করলি, করতে পারলি এমন তুই
অভাবনীয়, আর তাই ভাবছি সবসময়ই
কিছুই কি করার নেই আর নতুন করে সব
চেয়েছিস, তাই পেরেছিস, সব সম্ভব অসম্ভব

আকাশটা তোর ঘুড়িটা তোর
যা চলে যা, ছেড়ে তুই দমবন্ধ ঘর
আমি আমার, আপন কৌতূহলে
দেখবো ওই ঘুড়ির শেষ কোন্ গাছের ডালে
কে জানে

কে জানে, কে জানে, কে বা আছে কার মনে
অসৎ ব্যবহারে গুলিয়ে যায় অকাতরে
এখনো সকাল হয় এই আশা নিয়ে
সব ভুলে তুই যদি আসিস আবার ফিরে

আকাশটা তোর, তারারা তোর
দূর থেকে সব দেখে মিটিমিটি হাসে
আমি আমার আপনমনে ভাবি
এরপরেও কি কখনো পারবো ভালোবাসতে
কে জানে



Credits
Writer(s): Soumik Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link