Ure Jabo Dure

যত কষ্ট মনে, চোখ দিয়ে ঝরিয়ে দাও
দু'চোখের পলকে দুঃখ সরিয়ে দাও
বৃষ্টির ছোঁয়াতে তুমি কান্না লুকিয়ে নাও
শীতল হাওয়ায় ভেসে তুমি হারিয়ে যাও

বল তুমি বল, শুনবো তোমার কথাগুলো
কখনো বলনিতো, কি করে শুনবো বলো?

আমি উড়ে যাব দূরে
যাবে কি সাথে?
আমি উড়ে যাব দূরে

আমি উড়ে যাব দূরে
যাবে কি সাথে?
আমি উড়ে যাব দূরে?
মেঘের সাথে
যাব অচিনঘরে

তুমি চাঁদের আলোতে হাঁটবে বলে দাও
মেঘেঢাকা তারাগুলো আজ ডাকছে গুনতে যাও
ভোরের শীতল বাতাসে তুমি উঠে দাঁড়াও
নতুন দিনের মত করে তুমি এগিয়ে যাও

জানো তুমি কি জানো? বলছি আজ তুমি শোনো
শুনবে আমার কথাগুলো, জানি আজ শুনবেনা

আমি উড়ে যাব দূরে
যাবে কি সাথে?
আমি উড়ে যাব দূরে

আমি উড়ে যাব দূরে
যাবে কি সাথে?
আমি উড়ে যাব দূরে
মেঘের সাথে যাব অচিনঘরে



Credits
Writer(s): Shadman Sakib Prohor
Lyrics powered by www.musixmatch.com

Link