Amader Gaan

মাটি আর রঙে মিলেমিশে ফের
প্রতিমা বানাতে পারি
আলোরবেণুতে জেগে ওঠো ভোর
আমাদের ঘরবাড়ি

মাটি আর রঙে মিলেমিশে ফের
প্রতিমা বানাতে পারি
আলোরবেণুতে জেগে ওঠো ভোর
আমাদের ঘরবাড়ি
তোমার আলোয় আমার আলো
দেখবো ঈশান কোণে
তোমায় ছাড়া বৃথা মা গো
ফেরার আয়োজনে

আমাদের গান... আমাদের গান.
হুঁ... আমাদের গান...
আমাদের গান... আমাদের গান...
হুঁ... আমাদের গান...

শিরায় শিরায় প্রলয়ের পাখি
ডানায় আগুন আজ
আহত শিকড়ে নিজেকেই পুঁতে
হয়ে যেতে পারি গাছ
শিরায় শিরায় প্রলয়ের পাখি
ডানায় আগুন আজ
আহত শিকড়ে নিজেকেই পুঁতে
হয়ে যেতে পারি গাছ

সাঁতরে আমি এসেছি যতটা
যাবো তার চেয়েও দূরে
তোমার আকাশে তোমার বাতাসে
বুক ভরা রোদ্দুরে

আমাদের গান... আমাদের গান...
হুঁ... আমাদের গান

আঁচল ভরা শস্য তোমার
তৃষ্ণা ভরা জল
তোমার মায়ায়, তোমার ছায়ায়
স্নিগ্ধ করতল
অন্ধকারের সাত-সীমানায়
আলোয় আলো তুমি
নাড়ীর টানে জড়িয়ে রাখো
আমার জন্মভূমি
নিজের রক্তে দাও এঁকে দাও
যুদ্ধ জয়ের টিকা
স্বপ্নে আমার মুগ্ধ স্বদেশ
মাতৃকা, মাতৃকা, মাতৃকা

আমি আমি করে জুড়েছি আমরা
নাড়িতে আদিম টান
দুধে-ভাতে তুমি ভালো থেকো আজ
আমাদের সন্তান

জোৎসনার দেশে আমাদের গান
একই সে হৃদয় জুড়ে
যেকোনো শর্তে উঠবে চাঁদ
বিসমিল্লার সুরে

আমাদের গান... আমাদের গান...
হুঁ... আমাদের গান
আমাদের গান... আমাদের গান...
হুঁ... আমাদের গান



Credits
Writer(s): Debjit Bera, Rajib
Lyrics powered by www.musixmatch.com

Link