Aranyaraat

দেখছি তুমি ভাবছ, নদী বইছে
আর অরণ্য জেগে আছে সারা রাত

জোনাকি জ্বলছে, আবার নিভছে
কিছু পোকা করছে চাঁদের আলোয় স্নান

শিশিরে ভিজছে চুল আর ভিজছে তোমার চোখের পাতা
খুব গভীর ঘুমে আচ্ছন্ন এখন আমার কলকাতা
বিষন্ন হাওয়া বয়ে আনছে
খুব বিষাক্ত কোনো ফুলের কান্না

আর আমার নিশ্বাস হাওয়া ছুলে
আগুন জ্বলবে, আগুন জ্বলবে
ঠিক তখনই তোমার কানে
মুখ গুজে কেউ গল্প বলবে

গাছগুলো দুললে, মেঘ সরলে
একটু আলো এসে জলে ডুবে যায়
এখনও ভাবছ, ঘড়ি দেখছ
শুনতে পাচ্ছ কি, অদ্ভূত একটা গান?

সেই গানের শরীরে নেই মাংস
নেই চামড়ার বাধন
সেই গানের আত্মা ছুটছে চাইছে
মানতে চায় না বারণ
একটু শীত করছে, ভয় লাগছে
তবু বসে থাকতে মন্দ লাগছে না

আর আমার নিশ্বাস হাওয়া ছুলে
আগুন জ্বলবে, আগুন জ্বলবে
ঠিক তখনই তোমার কানে
মুখ গুজে কেউ গল্প বলবে

আর আমার নিশ্বাস হাওয়া ছুলে
আগুন জ্বলবে, আগুন জ্বলবে
ঠিক তখনই তোমার কানে
মুখ গুজে কেউ গল্প বলবে

আমার নিশ্বাস হাওয়া ছুলে
আগুন জ্বলবে জ্বলবে, আগুন জ্বলবে
ঠিক তখনই তোমার কানে
মুখ গুজে কেউ গল্প বলবে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link