Ek Poloke Tomay Dekhe

এক পলকে তোমায় দেখে ফেরারী আজ ভাবনারা
কাজলা চোখের ইশারাতে মন বিবাগী বাঞ্জারা
এক পলকে তোমায় দেখে ফেরারী আজ ভাবনারা
কাজলা চোখের ইশারাতে মন বিবাগী বাঞ্জারা
পাহাড় থেকে ঝর্ণা এলো জলসিঁড়িটা বেয়ে
হাওয়ায় আঁচল উড়িয়ে দিল স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে

পায়ে তোমার বাঁধা নুপুর
মন কেমনের বাজালে সুর
কি করে কেউ রাখবে বলো তোমার থেকে আমাকে দুর
পায়ে তোমার বাঁধা নুপুর
মন কেমনের বাজালে সুর
কি করে কেউ রাখবে বলো তোমার থেকে আমাকে দুর
তোমার নাচে জাদু আছে অনেক নজর কাড়া
এক পলকে তোমায় দেখে ফেরারী আজ ভাবনারা
কাজলা চোখের ইশারাতে মন বিবাগী বাঞ্জারা

চোখের কাছে আজ দাঁড়ালে
ভালো লাগার হাত বাড়ালে
গল্প বলার কল্পনাতে এলে নাচের তালে তালে
চোখের কাছে আজ দাঁড়ালে
ভালো লাগার হাত বাড়ালে
গল্প বলার কল্পনাতে এলে নাচের তালে তালে
আকাশ বাতাস তোমাকে আজ দিচ্ছে যে পাহারা
এক পলকে তোমায় দেখে ফেরারী আজ ভাবনারা
কাজলা চোখের ঈশারাতে মন বিবাগী বাঞ্জারা
পাহাড় থেকে ঝর্ণা এলো জলসিঁড়িটা বেয়ে
হাওয়ায় আঁচল উড়িয়ে দিল স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে
আমার স্বপ্নে দেখা মেয়ে



Credits
Writer(s): Ashok Bhadra, Deba Prasad Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link