Oder Badhon Jatoi Shakto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে

আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই
আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই
এখন ওরা যতই গর্জাবে, ভাই তন্দ্রা ততই ছুটবে
মোদের তন্দ্রা ততই ছুটবে

ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে

ওরা ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে
ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে
ওরা যতই রাগে মারবে রে ঘা ততই যে ঢেউ উঠবে
ওরে ততই যে ঢেউ উঠবে

তোরা ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ-প্রভু
ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ-প্রভু
ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে
ওদের ধুলায় ধ্বজা লুটবে

ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link