Mar Adentro

বলো কি যে হলো কেন এমন হলো
কি হবে তা জেনে যা হবার তা
হলো
দিন চলে গেল রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো
আলো
বলো কি যে হলো কেন এমন হলো
কি হবে তা জেনে যা হবার তা
হলো
দিন চলে গেল রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো
আলো
উম হুম হুম হুম লা লা লা
লালা লালা লালা লা এহে হে
হে
আহা হা হা জীবনত বিবাগীর বাঁশি
সময়ত অধিক পরদেশী
এ রোগের কোন নামত নেই
বেদনার কোন যে দামত নেই
আমারি ভুলে মন ভেঙ্গে যে
গেছে
অপরকে কেন দোষ দেব মিছে
বলো কি যে হলো কেন এমন হলো
কি হবে তা জেনে যা হবার তা
হলো
জেগে নেই আমি এ কথাত জানি
বহুরাত চোখে ঘুম নেইকো জানি
নেশা নেশা ধোয়া ধোয়া পথে
আছি আমি শুধু আমার সাথে
আমার শেষ যে আমি দেখে
এসেছিত
তাতে জীবনেরি নাম লিখে
এসেছিত
বলো কি যে হলো কেন এমন হলো
কি হবে তা জেনে যা হবার তা
হলো
কাঁচের মত মন ভেঙ্গে গেল
ঝরের হাত ধরে বৃষ্টি এল
সে আমার কখনো ছিলনাত
সে কথা আজ জানা গেল
ভেঙ্গে যাওয়া স্বর্গের খোজ
পাওয়া গেল
কার দোষ সেত আজ জানা গেল
বলো কি যে হলো কেন এমন হলো
কি হবে তা জেনে যা হবার তা
হলো
দিন চলে গেল রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো
আলো

{A.R.T}



Credits
Writer(s): Ana Maria Merino Tijoux, Daniel Celso Huerta Riffo, Eduardo Adan Herrera Munoz, Francisco Javier Martinez Carrasco
Lyrics powered by www.musixmatch.com

Link