Obelay

ছুঁয়ে যায় মিহিমিহি মায়ায়
স্তব্ধ নীল নীলিমায়
ছুঁয়ে যায় মিহিমিহি মায়ায়
স্তব্ধ নীল নীলিমায়

বিরহের মিছিলে, রুদ্ধ স্লোগানে
বিরহের মিছিলে, রুদ্ধ স্লোগানে
ভাঙা আলোর সহস্র ছায়ায়
ভাঙা আলোর সহস্র ছায়ায়

কাব্যে জড়িয়ে ব্যথা
আর্তনাদের আশ্রিত আঁধারে
কাব্যে জড়িয়ে ব্যথা
আর্তনাদের আশ্রিত আঁধারে

কেঁদেছি চুপিসারে ঐ করিডোরে
উন্মাদের উদ্ভ্রান্ত বিদীর্ণ চিৎকারে

ছুঁয়ে যায় মিহিমিহি মায়ায়
স্তব্ধ নীল নীলিমায়
বিরহের মিছিলে, রুদ্ধ স্লোগানে
ভাঙা আলোর সহস্র ছায়ায়
ভাঙা আলোর সহস্র ছায়ায়

স্মৃতির স্পষ্ট ছোবলে
কুচি কুচি করে কেটেছি বিভ্রান্ত অনুভূতি
মৃত্যু নয়, শূন্যতার সাথে করেছি সন্ধি
স্মৃতির স্পষ্ট ছোবলে
কুচি কুচি করে কেটেছি বিভ্রান্ত অনুভূতি
মৃত্যু নয়, শূন্যতার সাথে করেছি সন্ধি

ছুঁয়ে যায় মিহিমিহি মায়ায়
স্তব্ধ নীল নীলিমায়
ছুঁয়ে যায় মিহিমিহি মায়ায়
স্তব্ধ নীল নীলিমায়

এ সময় গোধূলি কিংবা অবেলায়
এ সময় গোধূলি কিংবা অবেলায়
এ সময় গোধূলি



Credits
Writer(s): Ethar Akhtaruzzaman, Md Aktheruzzaman Ethar, Rumana Yasmin Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link