Kare Dekhabo Moner Dukkho Go - Freestyle

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো
রাধার মন ভবে রইল
রাধার মন ভবে রইল
জিতে মরা হইয়া
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link