Kolite Poyda Hoyese

সাগরে জল নাই বাজারে মারে ঢেউ
সাগরে জল নাই বাজারে মারে ঢেউ
আরে বাপের যখন হয় নাই বিয়ে ছেলের কোলে বউ রে

কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে

সাগরে জল নাই বাজারে মারে ঢেউ
সাগরে জল নাই বাজারে মারে ঢেউ
বাপের যখন হয় নাই বিয়ে
বাপের যখন হয় নাই বিয়ে ছেলের কোলে বউ রে

কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে

দিল দরিয়ার মাঝে রে ভাই ও একটা সর্প রয়েছে
দিল দরিয়ার মাঝে রে ভাই সর্প রয়েছে
এই সর্পের মাথায় পাঁচটি ব্যাঙে
সর্পের মাথায় একটা ব্যাঙে নৃত্য করতেছে

বাপে কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে

সাগরে জল নাই বাজারে মারে ঢেউ
সাগরে জল নাই বাজারে মারে ঢেউ
বাপের যখন হয় নাই বিয়ে
বাপের যখন হয় নাই বিয়ে ছেলের কোলে বউ রে

কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে

ও পানি গড়গড়াইয়া পড়তাছে
বাবা আমায় ডাকতাছে
গড়গড়াইয়া পড়তাছে
বাবা আমায় ডাকতাছে

আয় রে মানিক আমার বুকে আয় হায় হায়
আয় রে মানিক আমার বুকে আয়

বুকের ভেতর আছে প্রাণ
তার ভিতরে মেশিনগান
ভান্ডারী আমারে পাগল বানাইছে
বুকের ভেতর আছে প্রাণ
তার ভিতরে মেশিনগান
ভান্ডারী আমারে পাগল বানাইছে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link