Shei Violin

যদি হেসে ওঠে পাহাড়ের ঘুম
যদি জেগে ওঠে সেই মরশুম
মিলবেই রোদ্দুর, খেয়ালে
যদি ফুটে ওঠে রঙ পেন্সিল
এঁকে নেয় যদি পাহাড়ী দিন
হবেই সামিল সূর্য, আকাশে
যদি মুছে ফেলি আঁধারের নোট
সেরে ওঠে আদুরে হোঁচট
সেই ভায়োলিন
বদলে যাবে
চিনে নেবে
ভোরের ডানা
হা হা হা হা

যদি বেঁধে ফেলি সবুজের গান
নিস্তব্ধ সুরের বাগান
ভরে উঠবে
আমার, বিশ্বাসে
যদি মেখে ফেলি সাতরঙা স্নান
মেঘলা হওয়ার প্রতিদান
হবেই সামিল
সূর্য, আশ্বাসে
যদি মুছে ফেলি আঁধারের নোট
সেরে ওঠে আদুরে হোঁচট
সেই ভায়োলিন
বদলে যাবে
কিনে নেবে
অবাধ্যতা
হা হা হা হা
নদী হতে পারে সময়ের স্রোত
নিয়ে যেতে পারে আমাদের চোখ
কাছাকাছি রেখে দিতে পারে
পাহাড়ি অভিমান
ছুঁয়ে যেতে পারে সেই মুখ
ছেড়ে চলে যাওয়া প্রিয় বন্ধু
এই পথ চলা সবই জানে
প্রতিটা অবদান
যদি মুছে ফেলি আঁধারের নোট
সেরে ওঠে আদুরে হোঁচট
সেই ভায়োলিন
বদলে যাবে
কিনে নেবে
অবাধ্যতা
যদি মুছে ফেলি আঁধারের নোট
সেরে ওঠে আদুরে হোঁচট
সেই ভায়োলিন
বদলে যাবে
চিনে নেবে
ভোরের ডানা
হা হা হা হা



Credits
Writer(s): Dipyaman Jana
Lyrics powered by www.musixmatch.com

Link