Original Kolkata

পাল্টে গেল রাস্তা
সব যে পাল্টে যায়
তবু তুমি থাকো একই
তোমার কোলে মাথা দিয়ে
আমি তোমার কথা ভাবি

গাড়ির horn-এ শত রঙে
হারিয়ে যায় শূন্যতা
সূর্য নামে ব্যস্ত দিনে
আসে রোদের বারোটা

এ শহর কলকাতা
তোমার আমার কলকাতা
এ শহর কলকাতা
প্রিয় শহর কলকাতা

হাওড়া ব্রিজে আহা কি যে
নির্মল বায়ু বয়
ঠাকুর বাড়ি মেঘের সারি
কবিতা কথা কয়

গাড়ির horn-এ শত রঙে
হারিয়ে যায় শূন্যতা
সূর্য নামে ব্যস্ত দিনে
আসে রোদের বারোটা

এ শহর কলকাতা
প্রিয় শহর কলকাতা
এ শহর কলকাতা
প্রিয় শহর কলকাতা



Credits
Writer(s): Chandrika Bhattacharya, Subhasish Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link