Medusa

Hook
একটা মেয়েকে ভালো লাগে এখন কথা হয় স্বপ্নের
তার কথা ভেবেই ঘুম নেই(ঘুম নেই)
আমার মধ্যবিত্ত ভালবাসার গল্পে,
তার birthday gift এ দুল নেই(দুল নেই)
অর্থনীতির থেকেও জটিল কিন্তু দরকার
তাই ছেড়ে দেওয়ার মুড নেই(মুড নেই)
সবার ভুলগুলোও মেনে নিতে রাজি
তাই আমার চোখে ওর কোনো ভুল(ভুল নেই)

Verse 1
তোর কাজলের দাগ আমার খারাপ স্বভাব
তুই প্রশ্ন করবি আর আমরা জবাব
মনের ব্যাঙ্কেতে আমি আজ ঋণী খুব
তুই দিলি ভালবাসা যখন টাকার অভাব
ওর এক কথাই কত্থকের তাল(তাল)
ওর ফাজলামো করে দেবে মন বেসামাল
আমার ঘামে ভেজা পিঠে চড়ে ঘুরে নেবে জগৎ
আমি দুনিয়াকে পিঠে নিয়ে সাজি atlas

ক্লাস শেষ হতেই দিলাম দৌড় বহু-দূরে
কফি-হাউসেতে দুজন এক ক্লান্ত দুপুরে
ওর favorite subject ভারতনাট্যম
আমি ডুবি ওর সাথে ওর শান্ত নুপুরে
দৃষ্টি যেন medusa, হতেই হবে পাথর
ঘাড় যেন pendullam, জমাবে সব আসর
কিন্তু মন খারাপ হলেই সব চুপ
আমার মত হারামজাদা ও তখন করে ফেলে আদর

আমার মন আফগান, ওর প্রেম তালিবান
জমিন দখল করে নিল, পরিবর্তন অবিরাম
ওর চোখের তলার কালি দিয়েই লিখি সব গান
আমার ঠোঁট ছুঁতে চায় ওর ওই ব্রণভরা গাল
কারুর মরার কারণ হওয়া সমাজের চোখে পাপী
রোজ মরি বিছানাতে, খতম করিস ঘাঁটি
গান লেখা শেষে কখন করব খুঁটিনাটি
আমি ভাবুক খুবই বালের, খালি সেই চিন্তায় থাকি

Hook

একটা মেয়েকে ভালো লাগে এখন কথা হয় স্বপ্নের
তার কথা ভেবেই ঘুম নেই(ঘুম নেই)
আমার মধ্যবিত্ত ভালবাসার গল্পে,
তার birthday gift এ দুল নেই(দুল নেই)
অর্থনীতির থেকেও জটিল কিন্তু দরকার
তাই ছেড়ে দেওয়ার মুড নেই(মুড নেই)
সবার ভুলগুলোও মেনে নিতে রাজি
তাই আমার চোখে ওর কোনো ভুল নেই

Verse 2
গোপনীয় সাক্ষাৎ যেন Isis এ আলোচনা
বলার কথা নেই, তাই ঝগড়াটাও হাতে গোনা
Rom-com movie যেন dialogue প্রায় নেই
কিন্তু চুমুর সিনে অজান্তেই ঠোঁটে ঠোঁটে ফাটে বোমা
ফাঁকা গলি, দুজন একা, কি যে লেখা কপালেতে
তোর কাঁধে মাথা আমার, চুমু না আর ভরা পেটে
আচ্ছা অবাধ্য হোস না আর চুল সরা গলা থেকে
কত ঘাট ঘুরবে আর তোর মনের ধরা পেতে

দিনে থাকি সাথে আর কল চলে রাতে
ব্যস্ত দিনেও তুই থাকিস মাথাতে
চাই ignore তবু কত দেব জোর
চোখ বন্ধ করলে মুখ চলে আসে তোর

পেন শেষ হয়ে যায়, page শেষ হয়ে যায়
তবু লিখে যাই কেন জানি তোর ব্যাপারে
নেশা লেগে গেiছে তোর পড়ে গেছি ফ্যাসাদে
আমি হলাম তোর gift, তোর মন rapper এ

আমার জং ধরা আড্ডাতে রং হয়ে এলি
আর গল্পে গল্পে তুই সব হয়ে গেলি
স্টেডিয়াম ভরা crowd এর নজর তোর ওপর
কিন্তু ভালবাসার জন্য তুই ball-boy পেলি

বসন্তের ঝরা পাতা যেন bonvoy cherry



Credits
Writer(s): Shreader
Lyrics powered by www.musixmatch.com

Link