Aamar Ghum Bhangano Chand

আমার ঘুম-ভাঙানো চাঁদ
আমার মন-ভাঙানো চাঁদ
তুমি যাও গো সরে
বাতায়নে আমার পানে
বাতায়নে আমার পানে
চেয়ো না আমন করে
ঘুম-ভাঙানো চাঁদ
আমার ঘুম-ভাঙানো চাঁদ

বিধু, তুমি বঁধুর রূপে
এলে ঘরে চুপে চুপে
বিধু, তুমি বঁধুর রূপে
এলে ঘরে চুপে চুপে
নয়নে করলে পরশ
কিরণ-করে

আমার ঘুম-ভাঙানো চাঁদ
আমার ঘুম-ভাঙানো চাঁদ

কোয়ো না পুরানো কথা
দিয়ো না পুরানো ব্যথা
কোয়ো না পুরানো কথা
দিয়ো না পুরানো ব্যথা
এনো না পুরানো প্রদীপ
আঁধার ঘরে
এনো না পুরানো প্রদীপ
আঁধার ঘরে

জানি, ওগো সর্বনাশী
জানি তব মোহন হাসি
জানি, ওগো সর্বনাশী
জানি তব মোহন হাসি
জানি তব ভালোবাসা
জানি তব ভালোবাসা
দু'দিন-তরে

আমার ঘুম-ভাঙানো চাঁদ
আমার ঘুম-ভাঙানো চাঁদ
আমার মন-ভাঙানো চাঁদ
তুমি যাও গো সরে
বাতায়নে আমার পানে
বাতায়নে আমার পানে
চেয়ো না আমন করে
ঘুম-ভাঙানো চাঁদ
আমার ঘুম-ভাঙানো চাঁদ



Credits
Writer(s): Atul Prasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link