Sukhi Ami

স্মৃতির পাতায় আজও আছো তুমি
গান গেয়ে আজও সুখী আমি
স্মৃতির পাতায় আজও আছো তুমি
গান গেয়ে আজও সুখী আমি
আমার ভাগ্যে ছিলে না তুমি
এটাই ভেবে আজও সুখী আমি
স্মৃতির পাতায় আজও আছো তুমি গান গেয়ে আজও সুখী আমি

কত সন্ধ্যা দিয়েছে পাড়ি
জোছনা রাতে চাঁদের বাড়ি
করলে তবু আজও একা
বিদায় বেলা দাওনি দেখা
সব ভুলে আজ চলে গেছ তুমি
বেদনা নিয়ে আজও সুখী আমি
স্মৃতির পাতায় আজও আছো তুমি গান গেয়ে আজও সুখী আমি

শাখা সিঁদুর পড়ে রইল আজ
তোমারই অপেক্ষাতে
সবকিছুই পড়লে আজ
অন্যের হাতেতে
কী আর শুনবে আমার আত্মকথা
প্রতিরাতে হয় আমার আত্মহত্যা
স্মৃতির পাতায় আজও আছো তুমি
গান গেয়ে আজও সুখী আমি

লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা



Credits
Writer(s): Nirmay Dhali, Sandip Babu
Lyrics powered by www.musixmatch.com

Link