Biday

স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো সাথে বসে আড্ডা
ক্লাসের ফাকে দুষ্টামিতে কেটে যেতো দিনটা
বন্ধুরা এক সাথে খেতাম ফুচকা ঝালমুড়ি
কখনোবা ফুল ক্লাসে দিন চলে যেতো আমারই
অসময়ের সঙ্গীতে ছিল আমাদের হাউজিং
স্যানমার নিউ মার্কেট কখনো চক বাজার ঘুরি
পুরনো দিন গুলো কি যাবে হারিয়ে?
থাকবে কি সবি আমার স্মৃতি হয়ে
কেনো তোরা চলে যাস
আমি একা কেঁদে যাই
এখনকি সত্যি আমাদের
বলতে হবে বিদায়
কেনো তোরা চলে যাস
আমি একা কেঁদে যাই
এখনকি সত্যি আমাদের
বলতে হবে বিদায়

সাথে ছিলো স্যারের শাস্তি
চলে যেতাম বাথরুমে
লেখা ছিল উল্টো পাল্টা যার তার নামে
কেউ করতো নেতামি আর কেউবা পড়ালেখা
বন্ধু তোদের মিস করবো খুব
হবে কি আর দেখা
সামনের সব ফুটপাত
চেনা স্কুল মাঠ
সবই কি যাবে মুছে আমার স্মৃতি থেকে?
পুরনো দিন গুলো কি যাবে হারিয়ে?
থাকবে কি সবি আমার স্মৃতি হয়ে
কেনো তোরা চলে যাস
আমি একা কেঁদে যাই
এখনকি সত্যি আমাদের
বলতে হবে বিদায়
কেনো তোরা চলে যাস
আমি একা কেঁদে যাই
এখনকি সত্যি আমাদের
বলতে হবে বিদায়
স্কুল পালানো কান ধরে দাড়ানো বন্ধু সব ফুটপাত অন্য কোথায় হারানো
স্কুল চটপটি অটোরিকশা ভটবটি সবগুলো হয়ে গেলো স্মৃতি কেন আজ তোরা হারালি?
স্কুল পালানো কান ধরে দাড়ানো বন্ধু সব ফুটপাত অন্য কোথায় হারানো



Credits
Writer(s): Mushfiq And Siam
Lyrics powered by www.musixmatch.com

Link