Amader Nikhilesh

নিখিলেশ দাস
'৬০, '৭০, '৮০-'র দশকের প্রবাদপ্রতিম বাংলার চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম
একদা শক্তি-সুনীলের কফির কাপের নিত্যসঙ্গী
সময়ের আবডালে থাকা কফি হাউসের নিখিলেশের খোঁজে আমরা আজ

ক্যানভাস একা সাথে বসে সারাদিন
উচাটন স্বপ্ন কিছু ভীষণ রঙিন
ক্যানভাস একা সাথে বসে সারাদিন
উচাটন স্বপ্ন কিছু ভীষণ রঙিন

হাওড়া নিবাসী, ভারতজোড়া নাম
রঙতুলি দিয়ে তিনি চালান কামান
হাওড়া নিবাসী, ভারতজোড়া নাম
রঙতুলি দিয়ে তিনি চালান কামান

স্বল্পভাষী স্বভাব, স্বপ্ননীল চোখ
শত কথা বলে দেয় রঙিন আঁচড়
স্বল্পভাষী স্বভাবী, স্বপ্ননীল চোখ
শত কথা বলে দেয় রঙিন আঁচড়

কফি হাউস কবে থেকে একা বসে আছে
সুনীলের কবিতায় তারই নাম সাজে
শিল্পের আঁকিবুঁকি আনন্দে মাতে
শিল্প ও শিল্পী গড়েন অনুরাগে
তুলির ছোঁয়াতে প্রাণ পায় আজও কত ক্যানভাস

আমাদের গর্ব, আমাদের নিখিলেশ দাস
আমাদের গর্ব, আমাদের নিখিলেশ দাস

বিনিসুতি বন্ধন, মোহময় রেশ
তার গাম্ভীর্যই জাগায় আবেশ
বিনিসুতি বন্ধন, মোহময় রেশ
তার গাম্ভীর্যই জাগায় আবেশ
বুকে বুকে স্বপ্ন এঁকে চলে ছবি
শিল্পের ধারা তুমি, বহমান নদী

শিল্পের আঁকিবুঁকি আনন্দে মাতে
শিল্প ও শিল্পী গড়েন অনুরাগে
শিল্পের আঁকিবুঁকি আনন্দে মাতে
শিল্প ও শিল্পী গড়েন অনুরাগে
তুলির ছোঁয়াতে প্রাণ পায় আজও কত ক্যানভাস

আমাদের গর্ব, আমাদের নিখিলেশ দাস
আমাদের গর্ব, আমাদের নিখিলেশ দাস



Credits
Writer(s): Aritra Sunny Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link