Jaaroj

আগুন, আমি যদি হতে চাই
নশ্বর, ঈশ্বর আধারে
পোড়া সর্বনাশ করবেই ছাই
ইন্ধন যদি তার পথ্যটাই
মিথ্যে বিশ্বাসে
Nightfall-এর দোহাই
ঘোষণা করেছে জীর্ণতা
বিনে পয়সার সভ্যতা
প্রার্থনা থাকবে প্রচারের
শুভ কাজের অশিক্ষা
জাত মারার মরিচীকা
ভোগের খাতায় জবরদখল

প্রতিকার য্যানো অবরোধে প্রাপ্ত
ঘোষিত প্রতিহিংসার নিরোধ
আমার লালায় ঝড়ছে একবিংশ শতাব্দী
গরিবের থালায় প্রতিশোধ

তাই প্রায়শ্চিত্ত হোক্ প্রমাণ
করে কুকুরের জয়গান
তুই ভুলের প্রতিদান
ফানুস উড়িয়ে গাইবো স্লোগান
লাল নীল স্বপ্ন নতুন নেবে ঠাঁই
স্বাধীনতা কপচিয়ে মহান
জাতীয় আশ্রয় ভুলে যাই

ইজ্জতের পানু বেচে সাংসদ
আর ভুয়ো সমাজের নাট্যোৎসব
নারকীয় বিস্ফোরণে ফাটছে কার
যদি জারজ বলি তোর সন্তান
করে কুকুরের জয়গান
জানাবো দেশপ্রেম
তুমি পাকস্থলীর প্রেম
তাই বিস্মৃত সন্তান
তোমার অপমান
মানুষ নামেই কিন্তু
তোর বাবার নাম কী

প্রতিকার য্যানো অবরোধে প্রাপ্ত
ঘোষিত প্রতিহিংসার নিরোধ
আমার লালায় ঝড়ছে একবিংশ শতাব্দী
গরিবের থালায় প্রতিশোধ



Credits
Writer(s): Souptik Bhattacharyya
Lyrics powered by www.musixmatch.com

Link