Amar Jiban (Original)

আমার জীবন
ছুটছে অচল গাড়ির মতো
স্বপ্ন-টপ্ন
গুলিয়ে যাচ্ছে ইচ্ছে যত

আলপথের ওই কাস্তেগুলো
খাচ্ছে চেটে বেবাক হুলো
ছুটছে ত্রিশূল মহাকাশে
একবিংশে

মনের মধ্যে বিষের থলে
কেবল হিংসে
রাজপথে ওই পুড়ছে মানুষ
বুকের ক্ষত

আমার জীবন
ছুটছে অচল গাড়ির মতো
স্বপ্ন-টপ্ন
গুলিয়ে যাচ্ছে ইচ্ছে যত

আলপথের ওই কাস্তেগুলো
খাচ্ছে চেটে বেবাক হুলো
ছুটছে ত্রিশূল মহাকাশে
একবিংশে

মনের মধ্যে বিষের থলে
কেবল হিংসে
রাজপথে ওই পুড়ছে মানুষ
বুকের ক্ষত

উড়ছে টাকা
কোষাগারেই ডানা মেলে
নিশান লাগে
ওই পাখিকে ধরতে গেলে

ফুরুত পাখি দেশপ্রেমিক
জয়ের মালা পাবেই তো ঠিক
সিংহাসন উল্টে যাবে
খাঁচায় ভরতে গেলে

মাটির ব্যাংকে লক্ষ্মী আছে
খায় বোয়ালে
গরীব মানুষ মরছে দেখো
বীরের মতো

উড়ছে টাকা
কোষাগারেই ডানা মেলে
নিশান লাগে
ওই পাখিকে ধরতে গেলে

ফুরুত পাখি দেশপ্রেমিক
জয়ের মালা পাবেই তো ঠিক
সিংহাসন উল্টে যাবে
খাঁচায় ভরতে গেলে

মাটির ব্যাংকে লক্ষ্মী আছে
খায় বোয়ালে
গরীব মানুষ মরছে দেখো
বীরের মতো

ঘেন্না পুষে
তালপাতার সেপাই সাজি
যুদ্ধ খেলায় মেতে
থালা বাজাই আতশবাজির

পোড়াই যত নিরন্নকে
শ্রমের চাকা ঘুরছে শোকে
লুট হয়ে যায় স্বদেশ
আমার বিপন্নতায়

সামনে দেখি মৃত্যু খামার
থমকে দাঁড়ায়
মেরুদণ্ড কিনতে ছুটছে
ঘোড়া অবিরত

ঘেন্না পুষে
তালপাতার সেপাই সাজি
যুদ্ধ খেলায় মেতে
থালা বাজাই আতশবাজির

পোড়াই যত নিরন্নকে
শ্রমের চাকা ঘুরছে শোকে
লুট হয়ে যায় স্বদেশ
আমার বিপন্নতায়

সামনে দেখি মৃত্যু খামার
থমকে দাঁড়ায়
মেরুদণ্ড কিনতে ছুটছে
ঘোড়া অবিরত



Credits
Writer(s): Kundan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link