Ebarer Moto Biday (From "8-12 Binay Badal Dinesh")

মাগো, আবার জন্ম নেবো এই মাটিতে
আবার মাখবো ধুলো আম-আঁটিতে
এবারের মতো বিদায়

মাগো, আবার জন্ম নেবো এই মাটিতে
আবার মাখবো ধুলো আম-আঁটিতে
এবারের মতো বিদায়

শান্তির ঘুম শীতলপাটিতে
আবার কোনো বিপ্লবীদের ঘাঁটিতে
এবারের মতো বিদায়
এবারের মতো বিদায়

ভোরের সোনালি আলো, স্বপ্ন কুয়াশা ভেজা
শিশিরের স্পর্শে

আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে
এই ভারতবর্ষে
আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে
এই ভারতবর্ষে

একমুঠো ছাতু পেলে এদেশের মানুষের
তেজ ধরে রাখা যায় না
হাজার খুঁজে নাও, পৃথিবীতে আর
এমন দেশ হয় না

তাই আমাদের মন-শরীরে
পরাধীনতা সয় না
তাই আমাদের মন-শরীরে
পরাধীনতা সয় না

মাগো, আবার জন্ম নেবো এই মাটিতে
আবার মাখবো ধুলো আম-আঁটিতে
এবারের মতো বিদায়

শান্তির ঘুম শীতলপাটিতে
আবার কোনো বিপ্লবীদের ঘাঁটিতে
এবারের মতো বিদায়
এবারের মতো বিদায়

ভোরের সোনালি আলো, স্বপ্ন কুয়াশা ভেজা
শিশিরের স্পর্শে

আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে
এই ভারতবর্ষে
আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে
এই ভারতবর্ষে

আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে
এই ভারতবর্ষে
আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে
এই ভারতবর্ষে
এই ভারতবর্ষে



Credits
Writer(s): Soumya Rit
Lyrics powered by www.musixmatch.com

Link