Adhomer Pap

ক্ষমা করে দাও প্রভু
ক্ষমা করে দাও
অধমের যত পাপ
নাও তুলে নাও

গোনাগার এই আমি
কাঁদি জারেজার
তুমি ছাড়া নেই কেহ
মাফ করিবার
দিবাযামী ডাকি প্রভু
দাও সাড়া দাও

হৃদয়ের যত কথা
তোমারই জানা
আঁধারে ঢেকো না প্রভু
চাই শুধু পানা
কোরানের আলো জ্বেলে
আমাকে রাঙাও

জানি তুমি রহমান
তুমি দয়াময়
তোমারই ইশারাতে
সব কিছু হয়
পাহাড়ের সমগোনা
মাফ করে দাও



Credits
Writer(s): Masudul Bhuiyan
Lyrics powered by www.musixmatch.com

Link