Moder Garob Moder Asha

মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা
তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা

কী জাদু বাংলা গানে
গান গেয়ে দাঁড় মাঝি টানে
গেয়ে গান নাচে বাউল
গেয়ে গান নাচে বাউল
গান গেয়ে ধান কাটে চাষা
আ-মরি বাংলা ভাষা

মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা

বাজিয়ে রবি তোমার বীণে
আনলো মালা জগৎ জিনে
তোমার চরণ-তীর্থে আজি
তোমার চরণ-তীর্থে আজি
জগত করে যাওয়া-আসা
আ-মরি বাংলা ভাষা

মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা

ঐ ভাষাতেই প্রথম বোলে
ডাকনু মায়ে "মা, মা" বলে
ঐ ভাষাতেই বলবো হরি
ঐ ভাষাতেই বলবো হরি
সাঙ্গ হলে কাঁদা-হাসা
আ-মরি বাংলা ভাষা

মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা
তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link