Ekla Boshe Badol Sheshe

একলা বসে বাদল-শেষে শুনি কত কী
"এবার আমার গেল বেলা," বলে কেতকী
একলা বসে বাদল-শেষে শুনি কত কী
"এবার আমার গেল বেলা," বলে কেতকী
একলা বসে বাদল-শেষে শুনি কত কী

বৃষ্টি-সারা মেঘ যে তারে ডেকে গেল আকাশপারে
বৃষ্টি-সারা মেঘ যে তারে ডেকে গেল আকাশপারে
তাই তো সে যে উদাস হল, নইলে যেত কি
ওগো, তাই তো সে যে উদাস হল, নইলে যেত কি
"এবার আমার গেল বেলা," বলে কেতকী

একলা বসে বাদল-শেষে শুনি কত কী

ছিল সে যে একটি ধারে বনের কিনারায়
উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়
ছিল সে যে একটি ধারে বনের কিনারায়
উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়

শ্রাবণঘন-অন্ধকারে গন্ধ যেত অভিসারে
শ্রাবণঘন-অন্ধকারে গন্ধ যেত অভিসারে
সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি
ওগো, সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি
"এবার আমার গেল বেলা," বলে কেতকী

একলা বসে বাদল-শেষে শুনি কত কী
"এবার আমার গেল বেলা," বলে কেতকী
একলা বসে বাদল-শেষে শুনি কত কী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link