Nalish 2

বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে!
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে
বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে!
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে
তোর স্বভাব গুলো আজও
তোকে ভুলতে দিলো না
মনটাকে আর মনের
মানুষ খুঁজতে দিল না
তবে খুঁজবি আমায় তুই
যদি বুঝতে পারি আয়
কোন অন্য কারো প্রেমে
যদি দু চোখ ভিজে যায়
যত স্বপ্ন দিলি তুই সব ভুল যে এখন রোজ
আমার যত্নে পোষা আপন
মানুষ হইলোরে নিখোঁজ
বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে

কষ্ট নিয়ে বাঁচবো আমি ভালো থাকিস তুই
বলবো না আর ভালোবাসি চাইবো না কিছুই
দুচোখ বুজে আবার আমার হাসতে যদি হয়
করব রে রোজ নিজের সাথে মিথ্যা অভিনয
বলে দূর আকাশের চাঁদ, রোজ একলা মনে রাখ
তুই বলেছিলি থাকবি সাথে ছেড়ে যাবি না
যত স্বপ্ন দিলি তুই সব ভুল যে এখন রোজ
আমার যত্নে পোষা আপন
মানুষ হইলোরে নিখোঁজ
বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে
মন ভাঙ্গা এই গল্প
বলে কাঁদবো কার হাতে

তোর কারনে মরছি আমি দেখলি না ফিরে
এত ভালোবাসা আবার কোথায় পাবি রে
জানলে আগে এই পিরিতি এত রে কাদায়
যে জন যারে ভালবাসে সে তারে হারায়
বল কেন রে পাষান তুই দেখলি না ফিরে
আমি মরতে মরতে বেঁচে আছি চইলা গেলিরে
ছিলি যে চোখেতে তুই আজ সেই চোখেতে জল
তুই খুব সহজে কিভাবে বদলে গেলি বল
বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে



Credits
Writer(s): Badal Paul
Lyrics powered by www.musixmatch.com

Link