Bekarer Chithi

আমার বয়স যে বছর একুশ পূর্ণ হলো
ভোট দিলাম

দ্বিতীয়বার যখন চটের পর্দা-ঢাকা খোপরিতে ঢুকে
প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাব্বিশ
ঊনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য
আমার প্রাণ আকুল হয়ে উঠেছিলো
কিন্তু এ বছর ভোটের দিন সারাদুপুর তক্তপোষে শুয়ে
বেড়ার ফোকর দিয়ে পতাকা-ওড়ানো রিকসার যাতায়াত দেখেছি
কিন্তু ভোট দিতে যাই নি

না, আমি ভোট বয়কট করিনি
ভোট আমাকে বয়কট করেছে
কারণ আমার বয়স একত্রিশ
তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না
যে সরকার আমাকে চাকরি দেবে না
সেই সরকার গঠনের জন্য
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর
এরকম আশা করা যায় না



Credits
Writer(s): Manibhushan Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link