Aaj Bujhi Bhalo Achhi

আজ বুঝি ভালো আছি
অন্তহীন আকাশে স্বপ্নের মায়াজাল
শহরের শেষে বালুবেলা একাকীনি
মায়াবী চোখের নজরে সে তন্দ্রাহরণী
আজ বুঝি ভালো আছি

সমুদ্র বুঝেছে সন্ধ্যা হল শেষ
তোকে নিয়ে পাড়ি দেবো রূপকথার ওই দেশ
তারারাও মেঘে ঢেকে যেতে রাজী
ফেলে আসা দিনগুলোয় তোকে আমি খুঁজি
জীবনের এই চলার পথে
হাঁটতে চাই তোরই সাথে
শূন্য মনের আঁধারে তুমি ভোরের আলো



Credits
Writer(s): Amlan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link