Paashbalish

এই শব্দ তারার মাঝে, আমাদের বালির ঘর
সেই ঘরেতেই উকি দিতে, এত তারার খবর

এই শব্দ তারার মাঝে, আমাদের বালির ঘর
সেই ঘরেতেই উকি দিতে, এত তারার খবর

তোকে দেখতে ভালো লাগে, তাই দেখছি আমার করে
তোকে চিনতে ভালো লাগে, মনে রাখছি ধরে
আজ তোর আমার, আকাশে হাজারো স্বপ্ন ভাসে
তোর উষ্ণ হাতের ছোয়ায়, মন হাসে

তেমনি করে হাতটি ধীরে পাশে বস চুপটি করে
আছি আমি যে তোর প্রেমেরই ঘোরে
অল্পতেই চিনতে শেখা নতুন করে গল্প লেখা
নতুন করে জ্বলছে কেনো প্রেমেরই শিখা

তোকে দেখতে ভালো লাগে, তাই দেখছি আমার করে
তোকে চিনতে ভালো লাগে, মনে রাখছি ধরে

ছেড়ে চলে গেলে আমায় বহুদূর
যেখানে পৌঁছায়নি আমার গানের সুর
দেখো পুড়ছে আমার কবিতা গান
পুড়ছি আমি পুড়ছে আমার প্রাণ

তোমার মায়াজালে ছিলাম জড়িয়ে
ফিরে আয় সব বাধা পেরিয়ে
আমি রাত জেগে রয়েছি
চলে আয়, ফিরে চলে আয়

এই শব্দ তারার মাঝে, আমাদের বালির ঘর
সেই ঘরেতেই উকি দিতে



Credits
Writer(s): Kaustav Sarkar | Shreyankar Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link